Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

অনেকে ফিতনা বিষয়ক হাদিসগ্রন্থগুলো পড়ার জন্য খুঁজতে থাকেন। তাদের জন্য এ বিষয়ক বর্তমানে পিডিএফ করা যে সকল বইগুলো পাওয়া যায় তাঁর কিছু এখানে কালেকশন রাখা হয়েছে।

লিঙ্ক কমেন্টে
... See MoreSee Less

ইমাম মাহমুদ হাবীবুল্লাহ এর সাম্প্রতিক কিছু লেকচার পাবলিশ হয়েছে-

হেদায়েতের পথ | গুরুত্বপূর্ণ আলোচনা | ইমাম মাহমুদ হাবীবুল্লাহ
Youtube Link- youtu.be/HFUw_52l29k

দাওয়াত ও তাবলীগ | দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহর রসূল ﷺ এর ৪ দফা কর্মসূচি | আলোচনায় : ইমাম মাহমুদ হাবীবুল্লাহ
Youtube : www.youtube.com/watch?v=txYBGsd2mAE

ইলম ও তা'লিম | দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহর রসূল ﷺ এর ৪ দফা কর্মসূচি | হাবীবুল্লাহ মাহমুদ
YouTube Link - www.youtube.com/watch?v=qN25rm7FbXg

তাজকিয়াতুন নাফস | দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহর রসূল ﷺ এর ৪ দফা কর্মসূচি | হাবীবুল্লাহ মাহমুদ
YouTube Link- www.youtube.com/watch?v=_vCxiLxVd4g

জিহাদ ফী সাবিলিল্লাহ | দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহর রসূল ﷺ এর ৪ দফা কর্মসূচি | হাবীবুল্লাহ মাহমুদ
Youtube Link- www.youtube.com/watch?v=0MuiFlBwpok

ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা | গুরুত্বপূর্ণ আলোচনা | ইমাম মাহমুদ হাবীবুল্লাহ
YouTube Link- www.youtube.com/watch?v=hhieXsF5VWA

-------------------------------------
ফেসবুকে সকল আলোচনা শুনতে-
www.facebook.com/imammahmudlecture

টেলিগ্রাম চ্যানেলে ইমাম মাহমুদ হাবীবুল্লাহ এর সকল আলোচনা শুনতে-
t.me/imam_mahmud2
t.me/imammahmudlecture2

কাফেলার সকল কার্যক্রম দেখতে- linktr.ee/kafela_official
... See MoreSee Less

ইমাম মাহমুদ হাবীবুল্লাহ এর সাম্প্রতিক কিছু লেকচার পাবলিশ হয়েছে-  হেদায়েতের পথ | গুরুত্বপূর্ণ আলোচনা | ইমাম মাহমুদ হাবীবুল্লাহ
Youtube Link- https://youtu.be/HFUw_52l29k  দাওয়াত ও তাবলীগ | দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহর রসূল ﷺ এর ৪ দফা কর্মসূচি | আলোচনায় : ইমাম মাহমুদ হাবীবুল্লাহ
Youtube : https://www.youtube.com/watch?v=txYBGsd2mAE  ইলম ও তালিম | দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহর রসূল ﷺ এর ৪ দফা কর্মসূচি | হাবীবুল্লাহ মাহমুদ
YouTube Link - https://www.youtube.com/watch?v=qN25rm7FbXg  তাজকিয়াতুন নাফস | দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহর রসূল ﷺ এর ৪ দফা কর্মসূচি | হাবীবুল্লাহ মাহমুদ
YouTube Link- https://www.youtube.com/watch?v=_vCxiLxVd4g  জিহাদ ফী সাবিলিল্লাহ | দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহর রসূল ﷺ এর ৪ দফা কর্মসূচি | হাবীবুল্লাহ মাহমুদ
Youtube Link- https://www.youtube.com/watch?v=0MuiFlBwpok  ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা | গুরুত্বপূর্ণ আলোচনা | ইমাম মাহমুদ হাবীবুল্লাহ
YouTube Link- https://www.youtube.com/watch?v=hhieXsF5VWA  -------------------------------------
ফেসবুকে সকল আলোচনা শুনতে-
https://www.facebook.com/imammahmudlecture  টেলিগ্রাম চ্যানেলে ইমাম মাহমুদ হাবীবুল্লাহ এর সকল আলোচনা শুনতে-
https://t.me/imam_mahmud2
https://t.me/imammahmudlecture2  কাফেলার সকল কার্যক্রম দেখতে- https://linktr.ee/kafela_official

পাহাড়ি সন্ত্রাসী গুলো প্রকাশ্যে দেশ বিরোধী ও দেশ ভাগের কথা বলছে। অধিকাংশ জাতীয় মিডিয়াই গুরুত্ব দিয়ে প্রচার করছে না।
পাহাড়ী সন্ত্রাসীরা পার্বত্য তিন জেলাকে ভারতের সাথে যুক্ত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
(News From উম্মাহের বার্তা)

বর্তমানে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার অবস্থা ভায়াবহ পর্যায়ে রয়েছে।
... See MoreSee Less

1 CommentComment on Facebook

গভীর ষড়যন্ত্রের মধ্য নিপতিত বাংলাদেশ। তিন পার্বত্য জেলা হারাতে যাচ্ছে বাংলাদেশ ।

View more comments

youtu.be/nlTN9zUXAok?si=ihf-k4kjmoIZXLDc

চ্যানেল সাবস্ক্রাইব করেন রাখুন নতুন আপডেট পেতে।
... See MoreSee Less

Video image

0 CommentsComment on Facebook

📜 সুনানে নাসায়ী, হাদীস নং ৩১৭৩

عَنْ سَبْرَةَ بْنِ أَبِي فَاكِهٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ‏"‏ إِنَّ الشَّيْطَانَ قَعَدَ لِابْنِ آدَمَ بِأَطْرُقِهِ، فَقَعَدَ لَهُ بِطَرِيقِ الْإِسْلَامِ، فَقَالَ: تُسْلِمُ وَتَذَرُ دِينَكَ وَدِينَ آبَائِكَ وَآبَاءِ أَبِيكَ، فَعَصَاهُ فَأَسْلَمَ، ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْهِجْرَةِ، فَقَالَ: تُهَاجِرُ وَتَدَعُ أَرْضَكَ وَسَمَاءَكَ، وَإِنَّمَا مَثَلُ الْمُهَاجِرِ كَمَثَلِ الْفَرَسِ فِي الطِّوَلِ، فَعَصَاهُ فَهَاجَرَ، ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْجِهَادِ، فَقَالَ: تُجَاهِدُ فَهُوَ جَهْدُ النَّفْسِ وَالْمَالِ، فَتُقَاتِلُ فَتُقْتَلُ، فَتُنْكَحُ الْمَرْأَةُ، وَيُقْسَمُ الْمَالُ، فَعَصَاهُ فَجَاهَدَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَمَنْ فَعَلَ ذَلِكَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، وَمَنْ قُتِلَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، وَإِنْ غَرِقَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ وَقَصَتْهُ دَابَّتُهُ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ ‏"‌‏.‏

সাব্রা ইবনে আবি ফাকিহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
"নিশ্চয়ই শয়তান আদম সন্তানের জন্য তার সকল পথে ওঁৎ পেতে বসে থাকে।"

১. ইসলামের পথে:
সে তার জন্য ইসলামের পথে বসে বলে, "তুমি কি ইসলাম গ্রহণ করবে, আর তোমার ধর্ম এবং তোমার বাপ-দাদা ও পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দেবে?" কিন্তু সে (আদম সন্তান) শয়তানের অবাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে।

২. হিজরতের পথে:
তারপর সে তার জন্য হিজরতের পথে বসে বলে, "তুমি কি হিজরত করবে, আর তোমার দেশ ও আকাশ ছেড়ে যাবে? হিজরতকারীর উদাহরণ হলো রশিতে বাঁধা ঘোড়ার মতো (যে এক স্থানে স্থির থাকতে পারে না)।" কিন্তু সে (আদম সন্তান) শয়তানের অবাধ্য হয়ে হিজরত করে।

৩. জিহাদের পথে:
তারপর সে তার জন্য জিহাদের পথে বসে বলে, "তুমি কি জিহাদ করবে? এটা তো জান ও মালের কষ্ট। তুমি যুদ্ধ করবে, ফলে নিহত হবে। তখন তোমার স্ত্রীকে অন্যে বিয়ে করবে এবং তোমার সম্পদ ভাগ করে নেওয়া হবে।" কিন্তু সে (আদম সন্তান) শয়তানের অবাধ্য হয়ে জিহাদ করে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "সুতরাং যে ব্যক্তি এগুলি করবে, মহান আল্লাহর উপর এটা তার অধিকার যে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে নিহত হবে, মহান আল্লাহর উপর এটা তার অধিকার যে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যদি সে ডুবে যায়, তবে আল্লাহর উপর এটা তার অধিকার যে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা যদি তার বাহন তাকে নিচে ফেলে দেয় (এবং সে মারা যায়), তবে আল্লাহর উপর এটা তার অধিকার যে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন।"
... See MoreSee Less

সাবধান সকল টেলিগ্রাম ইউজারগণ!
কিছু দিন যাবত টেলিগ্রাম আইডি হ্যাক করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতিকারীরা।

হ্যাকিংটি তারা করছে ফিশিং অ্যাটাক এবং সেশন হাইজ্যাকিং এর মাধ্যমে। তারা সরাসরি আপনার আইডি হ্যাক করতে পারবে না কিন্তু একটি ফেইক টেলিগ্রাম লগিন স্ক্রিন দিয়ে আপনাকে লগিন করিয়ে তারা আপনার আইডিতে লগিন হয়ে যেতে পারে এবং আপনার আইডি এর সকল মেসেজ ও তথ্য হাতিয়ে নিতে পারে। তারা ফেইক লগিন দেখালেও এখানে টেলিগ্রাম এর এপিআই ও বোট লগিন সিস্টেম এর মাধ্যমে আপনার একাউন্টে সত্যিকারের লগিনের মত করে লগিন করাবে কিন্তু লগিন করার পরপরই আপনার মোবাইলে লগিন না হয়ে দূরবর্তী শত্রুদের মোবাইলে বা অন্য কোন ডিভাইসে লগিন করে ফেলবে।

তবে আপনি যদি তাদের এই চাল ধরে নতুন করে কোন লিঙ্ক বা সোর্স এ টেলিগ্রাম দিয়ে লগিন না করেন তাহলে তারা আর কিছুই করতে পারবে না। তাই কোন লিঙ্কে ক্লিক করলে যদি টেলিগ্রাম লগিন চায় তাহলে ভুলেও লগিন করবেন না।

এ বিষয়ে বিস্তারিত সামনে লেখা হবে ইনশা আল্লাহ।

আর যদি কেউ ভুল করে লগিন করে ফেলেন এবং একাউন্ট এখনো চালাতে পারছেন তাহলে দ্রুত টেলিগ্রাম সেটিং থেকে ডিভাইসে যান এবং আপনার ডিভাইস বাদে অন্য অপরিচিত যেকোনো ডিভাইস মুছে দিন।

আমাদের টেলিগ্রাম চ্যানেল - t.me/gazwatulhind_imammahmud2

আমাদের সকল কার্যক্রম লিংক - linktr.ee/kafela_official
... See MoreSee Less

সাবধান সকল টেলিগ্রাম ইউজারগণ!
কিছু দিন যাবত টেলিগ্রাম আইডি হ্যাক করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতিকারীরা।  হ্যাকিংটি তারা করছে ফিশিং অ্যাটাক এবং সেশন হাইজ্যাকিং এর মাধ্যমে। তারা সরাসরি আপনার আইডি হ্যাক করতে পারবে না কিন্তু একটি ফেইক টেলিগ্রাম লগিন স্ক্রিন দিয়ে আপনাকে লগিন করিয়ে তারা আপনার আইডিতে লগিন হয়ে যেতে পারে এবং আপনার আইডি এর সকল মেসেজ ও তথ্য হাতিয়ে নিতে পারে। তারা ফেইক লগিন দেখালেও এখানে টেলিগ্রাম এর এপিআই ও বোট লগিন সিস্টেম এর মাধ্যমে আপনার একাউন্টে সত্যিকারের লগিনের মত করে লগিন করাবে কিন্তু লগিন করার পরপরই আপনার মোবাইলে লগিন না হয়ে দূরবর্তী শত্রুদের মোবাইলে বা অন্য কোন ডিভাইসে লগিন করে ফেলবে।  তবে আপনি যদি তাদের এই চাল ধরে নতুন করে কোন লিঙ্ক বা সোর্স এ টেলিগ্রাম দিয়ে লগিন না করেন তাহলে তারা আর কিছুই করতে পারবে না। তাই কোন লিঙ্কে ক্লিক করলে যদি টেলিগ্রাম লগিন চায় তাহলে ভুলেও লগিন করবেন না।  এ বিষয়ে বিস্তারিত সামনে লেখা হবে ইনশা আল্লাহ।  আর যদি কেউ ভুল করে লগিন করে ফেলেন এবং একাউন্ট এখনো চালাতে পারছেন তাহলে দ্রুত টেলিগ্রাম সেটিং থেকে ডিভাইসে যান এবং আপনার ডিভাইস বাদে অন্য অপরিচিত যেকোনো ডিভাইস মুছে দিন।  আমাদের টেলিগ্রাম চ্যানেল - https://t.me/gazwatulhind_imammahmud2  আমাদের সকল কার্যক্রম লিংক - https://linktr.ee/kafela_official

আমরা চলেছি এক প্রতিশ্রুতির দিকে, জান্নাত আমাদের ঠিকানা || কাফেলা || BY GAZWATUL HIND AND IMAM MAHMUD

Video link- www.youtube.com/watch?v=9_H5VwmThtY
... See MoreSee Less

2 CommentsComment on Facebook

মাশাআল্লাহ সুন্দর একটা কবিতা ❤️‍🔥❤️‍🔥

@highlight

View more comments

আমরা চলেছি এক প্রতিশ্রুতির দিকে, জান্নাত আমাদের ঠিকানা || কাফেলা || BY GAZWATUL HIND AND IMAM MAHMUD

Video link-
... See MoreSee Less

Video image

1 CommentComment on Facebook

মাশাআল্লাহ সুন্দর একটা কবিতা ❤️‍🔥❤️‍🔥

View more comments

নতুন আরবী বছর ১৪৪৭ হিজরী শুরু হলো। ... See MoreSee Less

8 CommentsComment on Facebook

@followers আমাদের সকল কার্যক্রম- linktr.ee/kafela_official

হিজরি ১৪৪৮ সালে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আজ থেকে কাউন্টডাউন শুরু।

আলহামদুলিল্লাহ

View more comments

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
সকল মুসলিম ভাই ও বোনদেরকে গাজওয়াতুল হিন্দের আল্লাহর মনোনিত আমীর, আমীরুল মুজাহিদীন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক! 🌙✨
আনন্দ, ভালোবাসা ও শান্তিতে ভরে উঠুক সবার ঈদ। আল্লাহ আমাদের সবার কুরবানী, ইবাদত কবুল করুন এবং এই পবিত্র দিনটিকে রহমত ও বরকতে পরিপূর্ণ করুন, আমিন।

تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"।
... See MoreSee Less

3 CommentsComment on Facebook

আমিন

আমীন

আল্লাহর এই মনোনীত আমির উনার নাম কি ভাই?

View more comments

এরকম কথা বাংলাদেশের কোন আলেমদের মুখ দিয়ে বের হবে না হয়তো! আল্লাহ ইসলামের জন্য যে জেনারেলদেরকেই মনোনীত করতেছেন সেটা সহজেই এখন বুঝা যাচ্ছে। জেনারেলরাই ইসলাম শিখে এখন আলিম হচ্ছে। এরাই ভবিষ্যতে হবে প্রকৃত আলিম (জ্ঞানী)। ... See MoreSee Less

9 CommentsComment on Facebook

আল্লাহু আকবর

অসাধারণ কথা ❤️

Masha Allah

View more comments

ভারতেও চলছে গাজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা। চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষক নিঝুম মজুমদার দ্বারা, যে হচ্ছে আওয়ামীলীগ এর খাস দালাল এবং ভারত সরকারের খাস অনুরাগী ও মারাত্মক পর্যায়ের ইসলাম বিদ্বেষী নাস্তিক।

তবে ভিডিওতে এই দলের পরিচয় হিজবুত তাহরীর নাম যে দিয়েছে এটা দেখে হিজবুত তাহরীর লোকেরাও আকাশ থেকে পরবে। কারণ এদের সাথে তো এই বৈশিষ্ট্যই মিলে না। আর ভিডিওতে দেখানো তথ্য তো এদের নয়ই।

সবচেয়ে মজার বিষয়টা আপনাদের বলি, এটা একটি সত্য ঘটনা-
হিজবুত তাহেরীর নামক দল যেটির মূল কেন্দ্র অন্য আরেকটি দেশে হলেও বাংলাদেশে অনেক শিক্ষিত অনুসারী রয়েছে। শিক্ষিত বলতে যাদের বেশির ভাগ জেনারেল শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত নয় এবং এদের মূল চেনার বৈশিষ্ট্য হচ্ছে এরা দাড়ি রাখবে ছোট ছোট বা ক্লিন সেভ এবং টাখনুর নিচে প্যান্টের কাপড় ঝুলানো থাকবেই, এবং বিড়ি-সিগারেট খাওয়া নিয়েও দল থেকে কোন নিষেধাজ্ঞা নেই, যেমন খুশি তেমন চলার স্বাধীনতা রয়েছে যার অনেক কিছু ইসলাম সাপোর্টই করে না; কারণ তাদের যুক্তি- যা ঠিক করা দরকার এখন এগুলো মতানৈক্য না করে ইসলাম কায়েমের পর এগুলো ঠিক করবে ইসলামী নিয়মে এখন এগুলো বলে বলে লোকজন বিভক্ত হওয়া উচিত নয়, এগুলো দিয়ে লোকজন বিভক্ত হবে, দূরে সরে যাবে। তারা চিরকালই একটি কথা বলে এসেছে যে-
we are not violent, we don't like violence (এরা শিক্ষিত তো তাই ইংরেজি বেশি বলে, তাই ইংরেজি বক্তব্যটাই লিখলাম)

এরা এভাবে বলতো যে আমরা দেশের অন্যান্য জি-হা-দি দলের মত সশস্ত্র দল না, আমরা যুদ্ধ করে বিজয় চাই না। এবং এগুলো পছন্দ করি না (অর্থাৎ, বাতিলের সাথে তাল মিলিয়ে চলতে চায়, নিজেদের ভালো প্রমান করতে চায় তাদের উপর দোষ দিয়ে)। আর বলে- আমাদের কৌশল দেশের সেনাবাহিনী তথা প্রশাসনকে দাওয়াত দিয়ে এপথে নিয়ে আসা, তারা যুদ্ধ করবে (ভালো কথা, মানে তারা অস্ত্র ধরবে না, কিন্তু তারা খলীফা ও সহযোগী হবে)। আমে-রিকা যেভাবে কৌশল করে রাজনীতি বদলায় সেভাবে রাজনীতি বদলানো দাওয়াত ও কৌশল এর মাধ্যমে।

আর আল্লাহর কি ইচ্ছা, এদেরকেই এখন সকলে সামনে টেনে আনে সশস্ত্র দল হিসেবে। এভাবেই এরা বারে বারে- আমরা সশস্ত্র না, আমরা শান্তিপূর্ণ বলে চিল্লাচ্ছে, অন্যদের (সশস্ত্র দলগুলোকে) দোষ দিচ্ছে এখন নিজেরাই সেই দোষে আক্রান্ত। আর এখন এদের থেকে সফলতার 'স' অক্ষরও এখন খুঁজে পাওয়া যায় না।
তাই আগে উচিত নিজে পরিপূর্ণ ইসলাম পালনে সচেষ্ট হয়ে সঠিক নিয়ত ও পন্থা বাছাই করে এগিয়ে যাওয়া। তা নাহলে এভাবেই যতই তাল মিলিয়ে চলতে চেষ্টা করুক, পারবে না।

ইউটিউব লিঙ্ক- www.youtube.com/live/VeP1mL3b_s0?si=SXWT6A5P7p_tYpYp
... See MoreSee Less

কোন নাম দিতে না পেরে নাম দিয়ে দিলো হিজবুত তাহেরি। আদতে এর সাথে সেই দলের কোন সম্পর্ক নেই।
... See MoreSee Less

Video image

0 CommentsComment on Facebook

📣📣📣

বিসমিল্লাহির রহমানির রহীম

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে ইমাম মাহমুদ এর কিছু দিক-নির্দেশনা :

প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্যেই তার নিজের ও তার পরিবারের পক্ষ থেকে আনআ'মের অন্তর্ভুক্ত উট,ছাগল,গরু,ভেড়া,দুম্বা একটি কুরবানী করা সুন্নাতে মুয়াক্কাদাহ
অতএব, যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন তারা কুরবানীর প্রস্তুতি গ্রহণ করতে পারেন।

**১। জিলহাজ্ব মাসের কিছু আমল :

১/১। জিলহাজ্ব মাসের প্রথম ৯দিন সিয়াম পালন করা সুন্নাত।
১/২। বিশেষ করে ইয়াওমুল আরাফা তথা আরাফার দিন সিয়াম পালন করা সুন্নাতে মুয়াক্কাদাহ
১/৩। নিজেদের বিগত দিনের ভুল ও অপরাধকে স্মরণ করে লজ্জিত হয়ে তাওবা করা। কারন জিলহাজ্ব মাসের প্রথম ১০দিন আল্লাহ তা'আলার নিকট তওবা করে আল্লাহর নৈকট্য লাভের একটি বড় সুযোগ থাকে।
১/৪। এই দশ দিন বেশি বেশি জিকির করা
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি বলা।
১/৫। সুন্নাত ও নফল সালাতের যত্নবান হওয়া।
১/৬। কুরবানির সামর্থ্যবানদের গৃহপালিত পশু কুরবানি করা।

** ২। কিছু নিয়ম :

২/১। একজন সামর্থ্যবান মুসলিম ব্যক্তি তার নিজের ও তার পরিবারের পক্ষ হতে একটি অথবা একাধিক গৃহপালিত পশু উট,গরু,ছাগল,ভেড়া,দুম্বা,কুরবানি দেওয়া
সুন্নাতে মুয়াক্কাদাহ। মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না ।

২/২। কুরবানীর পশু খুঁতযুক্ত/ত্রুটিযুক্ত হওয়া যাবে না।

২/৩। আমাদের দেশের প্রচলিত খাসি তথা পুরুষত্বহানি করা গৃহপালিত পশু কুরবানি করা যাবে না।
কারণ এ পশুগুলোও বড় ধরনের খুঁত/ত্রুটিযুক্ত।
২/৪। গোস্ত বা লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানী করা যাবে না।

** ৩। কুরবানীর দিন বর্তমান সমাজের কিছু ভুল পদ্ধতি :

৩/১। কুরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখা, এক ভাগ সমাজের লোকদের দেওয়া, আর এক ভাগ গরিব মিসকিনদের দেওয়া।

** ৪ । সঠিক নিয়ম : প্রথমে সমাজের এমন ব্যক্তিদের গোস্ত হাদিয়া দেওয়া, যাদের কুরবানি করার সমর্থ্য ছিল না এবং কুরবানি দেয় নাই।
অতএব : সমাজে যাদের কুরবানি ছিল বা দেওয়া হয়েছে তাদেরকে কুরবানির গোশত না দেওয়া। তবে হাদিয়া হিসেবে দেওয়া যাবে, সমাজের নিয়ম হিসেবে দেওয়া যাবে না।

৪/১ । অতঃপর, স্বজনদের মাঝে কুরবানির গোশত হাদিয়া দেওয়া, বিশেষ করে নিকট আত্মীয়দের মধ্য থেকে শুরু করতে হবে।
আমি বর্তমানে আমার নিকট আত্মীয় বলতে দ্বীন কায়েমের জন্য বায়াতপ্রাপ্ত সাথী ভাই ও বোনদের বুঝি।

এক্ষেত্রে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী - "মুত্তাকী ব্যক্তিরাই আমার পরিবারভুক্ত। "

৪/২ । অতঃপর কোরবানীর গোস্তের বাকি অংশ নিজে তার পরিবার নিয়ে আহার করবে।

৪/৩ । কুরবানীর পশু জবাহের জন্য বা গোশত প্রস্তুত করা পর্যন্ত যারা শ্রম দেয় তাদের জন্য বিনিময়স্বরূপ কুরবানীর গোশত দেওয়া যাবে না।
তবে পারিশ্রমিক হিসেবে টাকা দিতে পারবে।

৪/৪ । একই পশুতে আকিকা ও কুরবানী দেওয়া যাবে না কারণ আকিকার গোস্ত বান্দার পক্ষ হতে ছদাকা যা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আহার করা বৈধ নয়।
আর কোরবানী মহান আল্লাহ তাআলার পক্ষ হতে বান্দার জন্য উপহার; এটা ধনী গরিব, কুরাইশী, হাশেমী সবাই আহার করতে পারবে।

** ৫ । আমীরের আহবান : (এ বিষয়টি শুধুমাত্র বায়াত নেওয়া অনুসারীদের জন্য, তাই বিষয়টি এখানে উহ্য রাখা হলো)
... See MoreSee Less

বাংলাদেশের ভবিষ্যৎ সংকট || পার্ট ২ || গাজওয়াতুল হিন্দ - চূড়ান্ত সময় নিকটবর্তী || GAZWATUL HIND
ইউটিউব ভিডিও লিঙ্ক- www.youtube.com/watch?v=NjZWYA6vyqs

টেলিগ্রামের সকল লিংক
__

* ইমাম মাহমুদ - IMAM MAHMUD - t.me/imam_mahmud2
* গাজওয়াতুল হিন্দ ও ইমাম মাহমুদ || Gazwatul Hind and Imam Mahmud - t.me/gazwatulhind_imammahmud2
* শাবাব আল হিন্দ : t.me/ShababAlHindChannel
* IMAM MAHMUD LECTURES ।। ইমাম মাহমুদ লেকচার - t.me/imammahmudlecture2
* আখীরুজ্জামান গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণ - t.me/akhirujjaman_online2
* আখীরুজ্জামান বোট লিংক - t.me/akhirujjaman_bot (বন্ধ)
* পাবলিক গ্রুপ লিংক - t.me/gazwatul_hind2
* পুরানো চ্যানেল লিংক (archived) - t.me/mahmudgazwatulhind

-------------------------------------------------------------------------

অফিশিয়াল ওয়েবসাইট - www.gazwatulhind.site
আমাদের প্রকাশিত বইগুলো পিডিএফ :
* ওয়েবসাইট (Dir) : dl.gazwatulhind.site
* আর্কাইভ : archive.org/details/akhirujjaman
* ইমাম মাহমুদ হাবীবুল্লাহ এর লিখিত সকল বই : sites.google.com/view/imam-mahmud-habibullah-books

টুইটার লিঙ্ক : x.com/gazwatul_hind
ইন্সটাগ্রাম লিঙ্ক : www.instagram.com/gazwatul_hind_imam_mahmud/
_____

"ইউটিউব চ্যানেল লিংক"
* গাজওয়াতুল হিন্দ ও ইমাম মাহমুদ : www.youtube.com/@gazwatulhind666/
* Ummaher Barta (imam mahmud lecture) : www.youtube.com/@ummaherbarta8875
* Shabab Al hind : www.youtube.com/@ShababAlHind
... See MoreSee Less

1 CommentComment on Facebook

গাজওয়াতুল হিন্দ ও ইমাম মাহমুদ ভাই গাযওয়াতুল হিন্দের বেশিরভাগ হাদিস জাল ও জইফ। এটা নিয়ে পরে থাকাটা অনর্থক।

View more comments

বাংলাদেশের ভবিষ্যৎ সংকট || পার্ট ২ || গাজওয়াতুল হিন্দ - চূড়ান্ত সময় নিকটবর্তী || GAZWATUL HIND
Video link-
... See MoreSee Less

Video image

1 CommentComment on Facebook

সময় উপযোগী আলোচনা

View more comments

আপনারা কি বিবিসির এই নিউজ টা দেখে অবাক হয়েছেন যা ১৯ অক্টোবর ২০১৯ এ করা হয়েছিল? অনেকেই বলে সেটা এডিট করা একটি নিউজ। কিন্তু না। একটু সত্যতা নির্ণয় করতে গেলেই দেখবেন যে এটা আসলেই সত্য।
নিউজ লিঙ্ক- www.bbc.com/bengali/news-50049461
টাইটেল দেওয়াঃ পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ ২০২৫ সালে, সাড়ে ১২ কোটি মানুষের প্রাণহানি: যুক্তরাষ্ট্রের গবেষণা

বিষয় হচ্ছে তাদের এই আনুমানিক ধারণা অনেকটাই কিভাবে বাস্তব হচ্ছে?
এর উত্তর দেওয়ার আগে আরেকটি বিষয় উল্লেখ করি-

আপনারা অনেকেই জানেন যে আমাদের নিজস্ব প্রকাশনী থেকে একটি বই বের হয়েছিল নাম- "আখীরুজ্জামান গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণ"

সর্বপ্রথম ২০১৭-২০১৮ সালে প্রথম প্রকাশ/সংস্করণ তৈরি করা হয় হার্ড কপি আকারে। সেটি বর্তমানে আমরা আর প্রচার করি না। কারণ তার মান তেমন উন্নত হয়নি। লেখা-বানানে প্রচুর ভুলও ছিল।
এরপর ২০১৯-২০ সাল থেকে দ্বিতীয় সংস্করণ তৈরির কাজ শুরু হয়। ২০২০-২১ সালের দিকে বইটি তৈরি থাকলেও আরেকটু দেরিতে হার্ড কপি ছাপা হয়।

সেই বইতে ৩য় বিশ্বযুদ্ধ কবে হতে পারে শিরোনাম আছে। তাতেও একই বিষয় উল্লেখ রয়েছে। তার পাশাপাশি এই যুক্তরাষ্ট্রের গবেষণা ভিত্তিক বিবিসির নিউজের কথাও বলা ছিল!
তাতে লেখা আছে- ভারত-পাকিস্তান যুদ্ধের কথা নিয়ে বিবিসি কত সাল ধারণা করেছে।

হ্যাঁ, আপনারা যারা পড়েছেন কিংবা মনে রেখেছেন তাদের জন্য বিষয় টা অনেকটাই স্বাভাবিক। আর সকল সার-সংক্ষেপ উত্তর হচ্ছে- রসূল (সঃ) এর করা ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে ৩য় বিশ্বযুদ্ধও একটি ভবিষ্যৎবাণী। কোন কোন দেশ যুদ্ধে জড়াবে। কে কাকে মারবে তারও ভবিষ্যৎবাণী হাদিস বর্ণিত আছে।

আখীরুজ্জামান বইটি সবার আরেকবার করে পড়া উচিত। বইটি অনেক বড় একটি রিসোর্স শেষ জামানা নিয়ে গবেষণাকারীদের জন্য, কিন্তু কিছু ব্যাখ্যা বা হাদিসের বিশ্লেষণ বা প্রেক্ষাপট হুবহু নাও হতে পারে এ বিষয়টি মাথায় নিয়েই গবেষণা গ্রন্থটি পড়তে হবে, কারণ এটি শুধুমাত্র একটি গবেষণা গ্রন্থ বই শেষ জামানার ফিতনা-মালহামা ও কেয়ামতের আলামত নিয়ে। হাদিস যা আছে তা অবশ্যই বাস্তবায়িত হবে ইনশা আল্লাহ, তবে তার ব্যাখ্যা-বিশ্লেষণ অনুযায়ীই হবে এই কথা আমরা বলতে পারি না।
তবে এই বইটির আরেকটি সংস্কারও করার বিষয়ে বলেছেন আমাদের নেতা ইমাম মাহমুদ হাবীবুল্লাহ। কারণ এতে আরো কিছু হাদিস যুক্ত করলে এবং কিছু ব্যাখ্যা-বিশ্লেষণ পরিবর্তন করলে বইটি আরো গ্রহণযোগ্যতা পাবে সকলের কাছে।

আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হোন- t.me/gazwatulhind_imammahmud2
t.me/imam_mahmud2
t.me/akhirujjaman_online2

অনলাইনে আখীরুজ্জামান বইটির সূচি দেখুন ও ক্লিক করে সেই বিষয়ক আর্টিকেলগুলো পড়ুন-
www.akhirujjaman.online/2023/07/akhirujjaman-book-index.html
... See MoreSee Less

আপনারা কি বিবিসির এই নিউজ টা দেখে অবাক হয়েছেন যা ১৯ অক্টোবর ২০১৯ এ করা হয়েছিল? অনেকেই বলে সেটা এডিট করা একটি নিউজ। কিন্তু না। একটু সত্যতা নির্ণয় করতে গেলেই দেখবেন যে এটা আসলেই সত্য।
নিউজ লিঙ্ক- https://www.bbc.com/bengali/news-50049461
টাইটেল দেওয়াঃ পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ ২০২৫ সালে, সাড়ে ১২ কোটি মানুষের প্রাণহানি: যুক্তরাষ্ট্রের গবেষণা  বিষয় হচ্ছে তাদের এই আনুমানিক ধারণা অনেকটাই কিভাবে বাস্তব হচ্ছে?
এর উত্তর দেওয়ার আগে আরেকটি বিষয় উল্লেখ করি-  আপনারা অনেকেই জানেন যে আমাদের নিজস্ব প্রকাশনী থেকে একটি বই বের হয়েছিল নাম- আখীরুজ্জামান গবেষণা ও তাত্ত্বিক বিশ্লেষণ  সর্বপ্রথম ২০১৭-২০১৮ সালে প্রথম প্রকাশ/সংস্করণ তৈরি করা হয় হার্ড কপি আকারে। সেটি বর্তমানে আমরা আর প্রচার করি না। কারণ তার মান তেমন উন্নত হয়নি। লেখা-বানানে প্রচুর ভুলও ছিল।
এরপর ২০১৯-২০ সাল থেকে দ্বিতীয় সংস্করণ তৈরির কাজ শুরু হয়। ২০২০-২১ সালের দিকে বইটি তৈরি থাকলেও আরেকটু দেরিতে হার্ড কপি ছাপা হয়।  সেই বইতে ৩য় বিশ্বযুদ্ধ কবে হতে পারে শিরোনাম আছে। তাতেও একই বিষয় উল্লেখ রয়েছে। তার পাশাপাশি এই যুক্তরাষ্ট্রের গবেষণা ভিত্তিক বিবিসির নিউজের কথাও বলা ছিল!
তাতে লেখা আছে- ভারত-পাকিস্তান যুদ্ধের কথা নিয়ে বিবিসি কত সাল ধারণা করেছে।  হ্যাঁ, আপনারা যারা পড়েছেন কিংবা মনে রেখেছেন তাদের জন্য বিষয় টা অনেকটাই স্বাভাবিক। আর সকল সার-সংক্ষেপ উত্তর হচ্ছে- রসূল (সঃ) এর করা ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে ৩য় বিশ্বযুদ্ধও একটি ভবিষ্যৎবাণী। কোন কোন দেশ যুদ্ধে জড়াবে। কে কাকে মারবে তারও ভবিষ্যৎবাণী হাদিস বর্ণিত আছে।  আখীরুজ্জামান বইটি সবার আরেকবার করে পড়া উচিত। বইটি অনেক বড় একটি রিসোর্স শেষ জামানা নিয়ে গবেষণাকারীদের জন্য, কিন্তু কিছু ব্যাখ্যা বা হাদিসের বিশ্লেষণ বা প্রেক্ষাপট হুবহু নাও হতে পারে এ বিষয়টি মাথায় নিয়েই গবেষণা গ্রন্থটি পড়তে হবে, কারণ এটি শুধুমাত্র একটি গবেষণা গ্রন্থ বই শেষ জামানার ফিতনা-মালহামা ও কেয়ামতের আলামত নিয়ে। হাদিস যা আছে তা অবশ্যই বাস্তবায়িত হবে ইনশা আল্লাহ, তবে তার ব্যাখ্যা-বিশ্লেষণ অনুযায়ীই হবে এই কথা আমরা বলতে পারি না।
তবে এই বইটির আরেকটি সংস্কারও করার বিষয়ে বলেছেন আমাদের নেতা ইমাম মাহমুদ হাবীবুল্লাহ। কারণ এতে আরো কিছু হাদিস যুক্ত করলে এবং কিছু ব্যাখ্যা-বিশ্লেষণ পরিবর্তন করলে বইটি আরো গ্রহণযোগ্যতা পাবে সকলের কাছে।  আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হোন- https://t.me/gazwatulhind_imammahmud2
https://t.me/imam_mahmud2
https://t.me/akhirujjaman_online2  অনলাইনে আখীরুজ্জামান বইটির সূচি দেখুন ও ক্লিক করে সেই বিষয়ক আর্টিকেলগুলো পড়ুন-
https://www.akhirujjaman.online/2023/07/akhirujjaman-book-index.htmlImage attachment

5 CommentsComment on Facebook

আপনাদের ইমাম মাহমুদ ভুয়া ৷

আখীরুজ্জামান বই ২০২১ এ লেখা। 😮

ওই টাইমে এই নিউজ আমিও পরেছিলাম

View more comments

কিয়ামত সন্নিকটে বইতে আবু দাউদ এর সেই হাদিসের ব্যাখ্যা।
এই হাদিসটি স্পষ্টভাবেই ইমাম মাহমুদকে ইঙ্গিত করে। কারণ তিনিও শারীরিকভাবে দুর্বল একজন ব্যক্তি এবং নিজে একা চলাফেরা করতে পারেন না, সাহায্যকারীর দরকার হয়।
... See MoreSee Less

কিয়ামত সন্নিকটে বইতে আবু দাউদ এর সেই হাদিসের ব্যাখ্যা।
এই হাদিসটি স্পষ্টভাবেই ইমাম মাহমুদকে ইঙ্গিত করে। কারণ তিনিও শারীরিকভাবে দুর্বল একজন ব্যক্তি এবং নিজে একা চলাফেরা করতে পারেন না, সাহায্যকারীর দরকার হয়।Image attachmentImage attachment+2Image attachment

3 CommentsComment on Facebook

Imam Mahdi Will Come This Era

শুধু হাদিস টা দেন পাঁচ শাসকের

আপনার শেষ গল্প আমীর হওয়া। হাদিসে যাই থাক সেটা আপনার পক্ষে নিয়ে যাও। পাঁচ জন শাসকের গল্প আর বলেন না। বলেন এক মুসলিম মহিলা শাসক যে বাআল দেবতার পূজক তার পতন হবে দূর্গম নামক এলাকার বালক যার পিতা নাম আব্দিল তার নাম মাহমুদ। সেই বালক আসিফ মাহমুদ ভূইয়া এখবকার উপদেষ্টা যার হাতে হাসিনার পতন আমরা দেখছি। অথচ আপনাদের প্রচারণা বন্দ হয় নাই। ছিছিছি ছিছিছি এর ননি ছি!

View more comments

যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে! বাংলাদেশীরা মনে করবেন না যে আপনারা এই পৃথিবীর বাহিরের কোন দেশ। আপনাদের কপালেও আসছে যুদ্ধ। সময় থাকতেই শারীরিক ও মানসিক প্রস্তুতি নেন।
সামনেই গাজওয়াতুল হিন্দ।

... See MoreSee Less

Video image

8 CommentsComment on Facebook

@followers

আপনাদের প্রস্তুতি কি?

একজন মেয়ে হিসেবে কীভাবে এর জন্য প্রস্তুতি নিতে পারি?

View more comments

Load more