প্রশ্ন করার আগে অবশ্যই যা জানতে হবে

১। প্রশ্ন করতে হলে অবশ্যই নির্দিষ্ট পয়েন্ট ঠিক করে নিবেন। যেকোনো বিষয় নিয়েই প্রশ্ন করতে পারবেন তবে সেই বিষয়ের পয়েন্ট বলে নিবেন।
২। প্রশ্নের ডিটেইলস বক্সে নির্দিষ্ট বিষয় ও পয়েন্ট এর উপর আপনার যুক্তি ও দলিল থাকলে তা লিখে দিবেন।
৩। যদি কোন সোর্স থেকে তথ্য নিয়ে থাকেন, তাহলে সেটার লিঙ্ক দিয়ে দিবেন, ছবি বা স্ক্রীনশট হলে সেটা কোথাও (ফেসবুক, গুগল ড্রাইভ) আপলোড করে লিঙ্ক দিয়ে দিবেন।
৪। এমন প্রশ্ন করবেন না যাতে স্পেসিফিক উত্তর দেওয়া না যায়। যেমন প্রশ্ন করলেন- আপনাদের কথা তো মিলল না, মিথ্যা প্রমানিত হলো। এখানে কোন কথাটি, কোন বিষয়টি সেটা নির্দিষ্ট করা নেই। এরকম প্রশ্নের কোন উত্তর দেওয়া হবে না। উল্টা ডিলেট করে দেওয়া হবে।
৫। আপনার প্রশ্নটি আগে থেকেই উল্লেখ আছে কিনা এবং উত্তর দেওয়া আছে কিনা তা অবশ্যই দেখে নিবেন। দরকার হলে সার্চ বার ব্যবহার করবেন খুজঁতে। না পেলে তখন ফর্মে প্রশ্ন সাবমিট করবেন।